Wellcome to National Portal

জেলা সমবায় কার্যালয়, খুলনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Traning Information

প্রশিক্ষণ সংক্রান্ত পরামর্শ

নিম্নোক্ত প্রশিক্ষণ সমূহে বাংলাদেশ সমবায় একাডেমী, কোটবাড়ী, কুমিল্লা বা আঞ্চলিক সমবায় ইনষ্টিটিউট, খুলনা এর চাহিদা মোতাবেক সমবায় সমিতির সদস্যদের মনোনয়ন দেয়া হয়। আগ্রমী সমবায়ী অত্র কার্যালয়ে নাম নিবন্ধন করলে অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন পাবেন।

প্রশিক্ষণ(সমবায় সমিতির সদস্যদের মধ্যে)-

  • আইজিএ (সেলাই)
  • আইজিএ (বেসিক কম্পিউটার)
  • আইজিএ (ক্রিষ্টাল শো-পিছ)
  • আইজিএ (ইলেক্ট্রিক্যাল)
  • আইজিএ (ব্লক বাটিক)
  • আইজিএ  (মোবাইল সার্ভিসিং)
  • হিসাব ও নিরীক্ষা
  • সমবায় উদ্যোক্তা সৃষ্টি
  • সমিতি ব্যবস্থাপনা

 

১৫ (পনেরো) দিন

১০ (দশ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

০৫ (পাঁচ) দিন

 

প্রশিক্ষণ

মডিউল

একাডেমী বা শিক্ষাতনের চাহিদার প্রেক্ষিতে

উপজেলা সমবায় অফিস কর্তৃক সমবায় সমিতির সমিতির সদস্যদের মনোনয়ন

 

 

 

 

বাংলাদেশ সমবায় একাডেমী কোটবাড়ী, কুমিল্লা ও আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, খুলনায় সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত হারে সমবায়ীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।

 

 

 

 

অত্র  জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয়ভাবে আয়োজিত একদিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারেন। সেটা উপজেলা পর্যায়ে ৫টি সমবায় সমিতি হতে পাঁচ জন করে ২৫জনের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়। সেখানে সমবায়ীরা অংশগ্রহন করতে পারেন। প্রত্যেক উপজেলায় সাম্প্রতিক সময়ে প্রতি অর্থ বছরে ০৪টি করে ভ্রাম্যমান প্রশিক্ষণ আয়োজন করা হয়।